নিউ জিল্যান্ডের কোচিং দলে ফ্লেমিং, বেল

ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে নিউ জিল্যান্ড তাদের সাপোর্ট স্টাফ দলে শক্তি বাড়ালো। তাদের সেট আপে যোগ দিচ্ছেন স্টিফেন ফ্লেমিং ও জেমস ফস্টার। আগামী চার মাসের মধ্যে কোচিং স্টাফ দলে অদলবদল করে দায়িত্ব পালন করবেন ইয়ান বেল ও সাকলাইন মুশতাকও।

ফ্লেমিং ও ফস্টারের অন্তর্ভুক্তি নিউ জিল্যান্ডের জন্য নিশ্চিতভাবে বড় প্রাপ্তি। কারণ দুজনেই আইপিএল অভিজ্ঞতা সমৃদ্ধশালী। ফ্লেমিংয়ের আইপিএল সিভি সাফল্যে ভরা, লিগে চেন্নাই সুপার কিংসের পাঁচটি শিরোপা জয়ে কোচ ছিলেন তিনি। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে নিউ জিল্যান্ড দলের সঙ্গেও কাজ করেন। বর্তমানে পুরুষদের দ্য হান্ড্রেডে সাউদার্ন ব্রেভের কোচ ফ্লেমিং। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের আগে তিনি নিউ জিল্যান্ড দলে যোগ দেবেন।

আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ফিল্ডিং কোচ ও সহকারী কোচ ছিলেন ফস্টার। এছাড়া পিএসএল, সিপিএল, বিপিএল, বিবিএল ও আইএল টি২০ চষে বেড়িয়েছেন। ২০১৮ সালে আমিরাতে নিউ জিল্যান্ডের সহকারী কোচের ভূমিকায় ছিলেন। সাবেক এই ইংলিশ উইকেটকিপার ইংল্যান্ড ওয়ানডে সিরিজের পর বিশ্বকাপেও নিউ জিল্যান্ডের কোচিং স্টাফ দলে থাকবেন।

আর ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে কিউইদের সহকারী কোচ করা হয়েছে সাবেক ইংল্যান্ড ব্যাটার বেলকে। ওয়ানডে সিরিজ শেষে ব্যাটিং কোচ হিসেবে লুক রঙ্কির স্থলাভিষিক্ত হবেন তিনি। আর রঙ্কি সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে প্রধান কোচ হিসেবে নিউ জিল্যান্ড দলের সঙ্গী হবেন। গ্যারি স্টিড থাকবেন বিশ্রামে। বাংলাদেশে ওই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বেল ও বোলিং কোচ শেন জার্গেনসেনকে সহায়তা করবেন বেল। বর্তমানে তিনি দ্য হান্ড্রেডে বার্মিংহ্যাম ফিনিক্স দলের সহকারী কোচ।

বিশ্বকাপ শেষ হওয়ার পর বাংলাদেশ সফরের টেস্ট সিরিজেও বিশ্রাম নেবেন স্টিড। আর দায়িত্ব পালন করবেন সাকলাইন, যিনি এপ্রিলে পাকিস্তান সফরে সাদা বলের দলের সঙ্গে আগে কাজ করেছেন।