অ্যাশেজ সিরিজ শেষে ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে আইসিসির শাস্তি

পাঁচ ম্যাচের অ্যাশেজ সিরিজে হাড্ডাহাড্ডি লড়াই হয়ে গেলো। শেষ ম্যাচে ৪৯ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে ২-২ এ সিরিজ ড্র করে ইংল্যান্ড। দুটি করে ম্যাচ জিতে দুই দলই বেশ ভালো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট পেয়েছিল। কিন্তু অ্যাশেজ সিরিজ শেষ হওয়ার পর তারা বড় ধাক্কা খেলো স্লো ওভার রেটের অপরাধে। আইসিসি তাদের ম্যাচ ফি জরিমানা করার পাশাপাশি পয়েন্ট কেটে নিয়েছে।

গত ১৩ জুলাই ডারবানে আইসিসি সম্মেলনে টেস্টে স্লো ওভার রেটের নতুন শাস্তি চালু করে, যা কার্যকর হয়েছে চলতি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর সঙ্গে সঙ্গে। সংশোধিত নিয়ম অনুযায়ী, প্রত্যেক দলকে তাদের প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ ম্যাচ ফি জরিমানার পাশাপাশি একটি করে ডব্লিউটিসি পয়েন্ট কেটে নেওয়ার শাস্তি চালু হয়।

সাধারণত প্রতিটি দলকে দিনে ৯০ ওভার বল করতে হয়। সেটা বাস্তবায়ন করতে না পারায় অ্যাশেজ সিরিজের পর অস্ট্রেলিয়া হারিয়েছে ১০ পয়েন্ট। ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্টে বরাদ্দ থাকা সময়ের মধ্যে ১০ ওভার বল কম করেছিল তারা। স্লো ওভার রেটের শাস্তিতে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে তাদের। আর ইংল্যান্ড পাঁচ টেস্টের চারটি মিলিয়ে ১৯ ওভার বল কম করেছে। ১৯ পয়েন্ট হারানোর সঙ্গে ম্যাচ ফির ৯৫ শতাংশ জরিমানা গুনতে হচ্ছে স্বাগতিকদের।