অ্যাশেজ শেষ হতেই অবসরে যাবেন ব্রড

অ্যাশেজের চলমান টেস্ট শেষ হতেই পেশাদার ক্রিকেট ক্যারিয়ার থেকে অবসর নেবেন স্টুয়ার্ট ব্রড। শনিবার তৃতীয় দিনের খেলা শেষ হতে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন ইংল্যান্ডের এই পেসার। 

ব্রড বলেছেন, ‘বিস্ময়কর একটা সফর ছিল। নটিংহামশায়ার এবং ইংল্যান্ডের জার্সি পরতে পারাটা অনেক বড় পাওয়া।’

ব্রড বলেছেন এমন সিদ্ধান্তের কথা তিনি ভেবেছেন শুক্রবার। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, ‘গত কয়েক সপ্তাহ ধরে এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছিলাম। কিন্তু ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার এই লড়াই আামার কাছে সব সময় ছিল চূড়ার মতো।’

অবসর নিলে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সফল পেসার হিসেবে ক্যারিয়ার শেষ করবেন ব্রড। ৩৭ বছর বয়সী ১৬৭ টেস্টে ৬০২ উইকেট শিকার করেছেন। সফল পেসার হিসেবে তার আগে রয়েছেন সতীর্থ জেমস অ্যান্ডারসন। এই সিরিজে ব্রড এখন পর্যন্ত ২০টি উইকেট নিয়েছেন। যা ইংল্যান্ডের কোনও খেলোয়াড়ের সর্বোচ্চ। অ্যাশেজে ইংল্যান্ডের হয়ে সেরা পারফর্মারদেরও একজন তিনি। এখন পর্যন্ত ১৫১ টেস্ট উইকেট নিয়েছেন। ব্রডের টেস্ট অভিষেক ২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।