ক্যারিয়ার সেরা উন্নতি শাকিল, সিরাজের

সর্বশেষ আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা উন্নতি হয়েছে ভারত ও পাকিস্তানি ক্রিকেটারদের।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দারুণ শুরু করেছে পাকিস্তান। গল টেস্টে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে। ব্যাট হাতে আলো ছড়িয়ে ম্যাচসেরা পুরস্কার জিতেছেন সৌদ শাকিল। মাত্র ৬ টেস্টে ডাবল সেঞ্চুরির কীর্তি গড়েছেন তিনি। এই ব্যাটিং বীরত্বে ১২ ধাপ এগিয়ে ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা ১৫তম স্থানে চলে এসেছেন। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আসনটা কেন উইলিয়ামসনই ধরে রেখেছেন।

অলরাউন্ডার আগা সালমানেরও উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। ১৭ ধাপ এগিয়ে ব্যাটারদের তালিকায় ৫৮তম স্থানে উঠে এসেছেন। বোলারদের র‌্যাঙ্কিংয়ে পেসার নাসিম শাহ এক ধাপ এগিয়ে ৪৪তম স্থানে রয়েছেন। নবীন আবরার আহমেদও এগিয়েছেন ১২ ধাপ। তার অবস্থান ৪৫তম।   

এদিকে, ত্রিনিদাদে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ড্র করে ভারতীয়দের মধ্যে উন্নতিটা হয়েছে ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের। বোলারদের র‌্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা ৩৩তম স্থানে চলে এসেছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ৫ উইকেট নিয়েছেন।

অস্ট্রেলিয়ার ডানহাতি ও সাবেক এক নম্বর মার্নাস লাবুশেনও এগিয়েছেন তিন ধাপ। ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে দুইয়ে উঠেছেন অজি ব্যাটার। ইংল্যান্ডের জো রুট তিন ধাপ এগিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছেন।

বোলারদের র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ড পেসার মার্ক উড তিনধাপ এগিয়েছেন। বর্তমানে তার অবস্থান ২৩। ক্রিস ওকসও এগিয়েছেন পাঁচধাপ। তার অবস্থান এখন ৩১তম।