ব্রডের ৬০০ উইকেটের মাইলফলকের দিনে ওকসের দাপট

অ্যাশেজে ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনটা খারাপ কাটেনি ইংল্যান্ডের। তবে দিনটা বেশি স্মরণীয় হয়ে থাকবে স্টুয়ার্ট ব্রডের। দ্বিতীয় পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। তার মাইলফলকের দিনে প্রথম ইনিংসে ২৯৯ রানের মধ্যে অস্ট্রেলিয়ার ৮ উইকেট তুলে নিতে পেরেছে ইংল্যান্ড। তবে এই অবস্থায় কেউ নিশ্চিতভাবে দিনটা পুরোপুরি নিজেদের দাবি করতে পারবে না। বলা যায়, এখনও ভারসাম্যপূর্ণ অবস্থাতেই আছে এই টেস্ট।    

ব্রডের আগে পেসার হিসেবে ৬০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সতীর্থ জেমস অ্যান্ডারসন। এই টেস্টে অবশ্য এখনও কোনও উইকেট পাননি তিনি।    

অজি ইনিংসে দুজন ব্যাটার হাফসেঞ্চুরি পেয়েছেন- মার্নাস লাবুশেন (৫১) ও মিচেল মার্শ (৫১)। এই দুটি ইনিংসই ছিল সর্বোচ্চ। ইংলিশ বোলিংয়ে তারা কেউ ইনিংস বড় করতে পারেননি। তাছাড়া ৪৮ করেছেন ট্রাভিস হেড, স্মিথ ৪১। ডেভিড ওয়ার্নার থেমেছেন ৩২ রানে। 

অস্ট্রেলিয়ান ইনিংসে মূল আঘাতটা হেনেছেন পেসার ক্রিস ওকস। ৫২ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি। ৬৮ রানে দুটি শিকার স্টুয়ার্ট ব্রডের। একটি করে নিয়েছেন মার্ক উড ও মঈন আলী।

সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে থাকা ইংল্যান্ড টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় শুরুতে। ২৫৫ রানে অস্ট্রেলিয়ার ৭ উইকেট তুলে প্রথম দিনেই তাদের অলআউট করার সম্ভাবনা তৈরি করেছিল। কিন্তু তাদের পরিকল্পনায় বাধ সাধেন অ্যালেক্স ক্যারি ও মিচেল স্টার্ক। দিনের শেষভাগে ক্যারিকে (২০) আউট করে ৩৯ রানের জুটি ভাঙেন ওকস। ক্রিজে আছেন মিচেল স্টার্ক (২৩) ও অধিনায়ক প্যাট কামিন্স (১)।