জয়সওয়ালের কীর্তি গড়ার দিনে ভারতের লিড

ডমিনিকা টেস্টটি এখন ভারতের নিয়ন্ত্রণে। অভিষিক্ত জশস্বী জয়সওয়ালের রেকর্ড গড়ার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ১৬২ রানের লিড নিয়ে বড় স্কোরের পথে রয়েছে ভারতীয় দল। দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে ভারতের স্কোর ২ উইকেটে ৩১২! জয়সওয়াল ১৪৩ রানে অপরাজিত, কোহলি অপরাজিত ৩৬ রানে।

ক্যারিবীয়দের ১৫০ রানে গুটিয়ে দেওয়ার পর ৮০ রানে প্রথম দিন শেষ করেছিল ভারত। ৮০ রানের উদ্বোধনী জুটি নিয়ে দ্বিতীয় দিনটা টেস্ট মেজাজে পার করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও জয়সওয়াল। উপহার দিয়েছেন ২২৯ রানের পার্টনারশিপ। তাতে নিজেদের ক্রিকেট ইতিহাসে অন্যরকম কীর্তিও গড়েছেন তারা। এবারই প্রথম ভারত কোনও উইকেট না হারিয়ে প্রথম ইনিংসে লিড নিতে পেরেছে।

ভারতের আধিপত্য থাকলেও এই পিচে রান করা মোটেও সহজ ছিল না। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ৯ বোলার ব্যবহার করেছিলেন। সবচেয়ে বেশি ভয়ঙ্কর মনে হচ্ছিল রাকিম কর্নওয়ালকে। দুর্ভাগ্য ক্যারিবিয়ান স্পিনার প্রথম সেশনে বুকের সংক্রমণ নিয়ে মাঠ ছেড়ে গেছেন। পরে আর খেলতে নামেননি। তার পর ক্যারিবিয়ানরা সেরকম পরীক্ষায় ফেলতে পারেনি ভারতীয় দুই ওপেনারকে।

দুই ওপেনারের মধ্যে প্রথম সেঞ্চুরি তুলে নেন জয়সওয়াল। তাতে অভিষেকে তৃতীয় ভারতীয় ওপেনার হিসেবে শতরান তুলে নেওয়ার কীর্তি গড়েছেন। সার্বিকভাবে ১৭তম ভারতীয় ব্যাটার হিসেবে অভিষেকে সেঞ্চুরি পেয়েছেন। তার পর পরই আলিক আথানেজের বলে চার মেরে দশম টেস্ট সেঞ্চুরি তুলে নেন রোহিত শর্মা। সেঞ্চুরি তুলে অবশ্য পরবর্তী বলে ১০৩ রানে গ্লাভসবন্দি হয়েছেন জশুয়া ডা সিলভার।

এই টেস্টের আগে শুবমান গিলের চাওয়া ছিল তিন নম্বরে তিনি ব্যাট করবেন। কিন্তু প্রথমবারেই তা কাজে আসেনি। শুবমান গিল আউট হয়েছেন মাত্র ৬ রানে। তার পর ক্যারিবিয়ানরা স্পিন দিয়ে চাপ তৈরি করার চেষ্টা করলেও বাকিটা সময় নির্বিঘ্নে পার করেছেন  কোহলি-জয়সওয়াল। পুরো দিন ব্যাট করা জয়সওয়াল ৩৫০ বল খেলেছেন। তাতে রেকর্ড ভেঙেছেন এই ওপেনার। অভিষেকে কোনও ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ বল খেলার নজির এটি। ক্রিজে আছেন ১৪৩ রানে। তার ইনিংসে রয়েছে ১৪টি চারের মার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩৩ রানে একটি উইকেট নিয়েছেন আলিক আথানেজ। ৮২ রানে একটি নিয়েছেন জোমেল ওয়ারিকান।