আইপিএলকে বিদায় বললেন পোলার্ড  

ক্যারিবিয়ান হয়েও আইপিএলের অন্যতম কিংবদন্তি তিনি। ২০০৯ সাল থেকে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। বলা হচ্ছে, ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কিয়েরন পোলার্ডের কথা। নতুন মৌসুমের রিটেনশন শেষ হতে ডেডলাইন যখন সন্নিকটে, তার কয়েক ঘণ্টা আগেই বিদায় বলে দিয়েছেন আইপিএল ক্যারিয়ারকে।  

পোলার্ড বিবৃতিতে বলেছেন, ‘আরও কয়েক বছর খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছা ছিল। কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করেই আইপিএল ক্যারিয়ারকে বিদায় জানানোর সিদ্ধান্তটা নিতে হলো। যদিও তা সহজ ছিল না।’

মুম্বাই ইন্ডিয়ান্স জানিয়েছে, পোলার্ড আইপিএলকে বিদায় বললেও এখন ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি সংযু্ক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে একই মালিকানাধীন মুম্বাই এমিরেটসের হয়েও খেলা চালিয়ে যাবেন তিনি।

আইপিএলে মুম্বাইয়ের ৫ শিরোপা জেতা আসরেই খেলেছেন পোলার্ড। বিদায় বলার আগে ১৮৯ ম্যাচে ব্যাট হাতে তার সংগ্রহ ৩ হাজার ৪১২৮ রান। আর উইকেট নিয়েছেন ৬৯টি।