বৃষ্টির ‘জয়ে’ সাউদাম্পটন টেস্ট ড্র

testম্যাচের ফল যে ড্র হচ্ছে, সেটা জানাই ছিল। এরপরও শেষ দিনে ইংল্যান্ড-পাকিস্তানের ব্যাট-বলের লড়াই কিছুটা হলেও আকর্ষণ জমাবে, এই ছিল প্রত্যাশা। কিন্তু প্রথম চার দিন দাপট দেখানো বৃষ্টি পঞ্চম দিনেও করলো রাজত্ব। সাউদাম্পটন টেস্টের পাঁচ দিনে দুই ইনিংস শেষ হলো বটে, তবে সেটা ইংল্যান্ড ৪ উইকেটে ১১০ রানে তাদের প্রথম ইনিংস ঘোষণা করায়। এরপর আর পাকিস্তান ব্যাটিংয়ে না নামায় ড্রয়ে শেষ দুই দলের দ্বিতীয় টেস্ট।

প্রায় চার দিন ব্যাটিং করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অলআউট হয় ২৩৬ রানে। ইংল্যান্ড প্রথম ইনিংস শুরু করে চতুর্থ দিন শেষ করে ১ উইকেটে ৭ রানে। পঞ্চম দিনের সকাল থেকেও ছিল বৃষ্টি। লম্বা সময় পর খেলা শুরু হওয়ার পর স্বাগতিকরা যখন তাদের প্রথম ইনিংস ঘোষণা করে, তখন দিনের খেলা বাকি ছিল ১৫ মিনিট। যদিও পাকিস্তান দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামেনি। দুই অধিনায়ক ড্র মেনে নেন।

সাউদাম্পটন টেস্টে বল হয়েছে ১৩৪.৩ ওভার। ইংল্যান্ডের মাটিতে সবচেয়ে কম বোলিং হওয়ায় শীর্ষ ১০-এ ঢুকে গেছে এই টেস্ট। পাঁচ দিন ধরেই বৃষ্টির দাপট চলা এই টেস্ট ড্র হওয়ার তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে থাকলো ইংল্যান্ড। ম্যানচেস্টারের প্রথম টেস্ট ৩ উইকেটে জিতেছে স্বাগতিকরা।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে সর্বোচ্চ ৫৩ রান করেছেন জ্যাক ক্রাউলি। ৩২ রান এসেছে ডম সিবলির ব্যাট থেকে। ইংলিশদের হারানো ৪ উইকেটের দুটি নিয়েছেন মোহাম্মদ আব্বাস, আর একটি করে শিকার শাহীন আফ্রিদি ও ইয়াসির শাহর।

ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। চাপের মুখে চমৎকার ব্যাটিংয়ে ৭২ রানের অসাধারণ ইনিংস খেলেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: প্রথম ইনিংসে ৯১.২ ওভারে ২৩৬ (রিজওয়ান ৭২, আবিদ ৬০, বাবর ৪৭; ব্রড ৪/৫৬, অ্যান্ডারসন ৩/৬০)।

ইংল্যান্ড: প্রথম ইনিংসে ৪৩.১ ওভারে ১১০/৪ (ডিক্লে.) (ক্রাউলি ৫৩, সিবলি ৩২, রুট ৯*; আব্বাস ২/২৪)।

ফল: ড্র।

ম্যাচসেরা: মোহাম্মদ রিজওয়ান।