লালা ব্যবহার নিষিদ্ধকরণ ও খেলোয়াড়দের মধ্যে করোনা উপসর্গ দেখা দিলে তার বিকল্প নামানোর নিয়ম দুটি যথাযথ, বৈজ্ঞানিক ও সময়োচিত বলে মন্তব্য করেছেন আকরাম। তবে আইসিসির এই পাঁচ নিয়ম ছাড়াও আরও একটি সংযোজন চান সাবেক অধিনায়ক।
সংবাদমাধ্যমকে আকরাম বলেছেন, ‘বলার অপেক্ষা রাখে না, করোনা সংক্রমণ ঠেকাতেই ক্রিকেট বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা আনার সিদ্ধান্ত। লালা থেকে করোনা সংক্রমণের সম্ভাবনা থাকবে প্রচুর। কাজেই আইসিসি ভেবেচিন্তে এ তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। তবে আমি মনে করি পাঁচ দিনের টেস্টে যে কোনও খেলোয়াড় করোনার মহামারি ছাড়াও অন্য কোনও ফ্লু-তে আক্রান্ত হতে পারেন। ভাইরাস জ্বরে বা ইনফেকশনে আক্রান্ত হতে পারেন তিনি। যদিও এতে করোনার মতো মৃত্যুঝুঁকি নেই। তবু কিন্তু তার পক্ষে খেলা চালিয়ে নেওয়া অসম্ভব হয়ে যায়। কাজেই করোনার মতো সাধারণ জ্বর ও ইনফেকশনে আক্রান্ত ক্রিকেটারের বদলি খেলানোর নিয়মটিও চালু করা প্রয়োজন বলে আমি মনে করি।’
কোভিড-বদলি নিয়মের প্রশংসা করে তিনি আরও বলেছেন, ‘এতকাল শুধু মাথায় বলের আঘাতে ব্যথা পাওয়া ক্রিকেটারের বিকল্প খেলানো যেত। এখন থেকে কোনও ম্যাচে করোনা পজিটিভ ক্রিকেটারের বিকল্পও নেওয়া যাবে। এটিও আইসিসির দূরদর্শী সিদ্ধান্ত। কিন্তু নিয়মটিতে আরও একটি সংযোজন আনলে ভালো হতো।’