দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার একই একাদশ

অস্ট্রেলিয়া একাদশে পরিবর্তন আনেনিপাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

শুক্রবার মাঠে নামার আগে ১৪ জনের দল কমে হয়ে গেছে ১২ জনে। শেফিল্ড শিল্ড ম্যাচ খেলতে ছেড়ে দেওয়া হয়েছে জেমস প্যাটিনসন ও ক্যামেরন ব্যানক্রফটকে।

কনকাশন পরিস্থিতি তৈরি হলে বদলি হিসেবে পার্থ থেকে অ্যাডিলেডে উড়িয়ে আনা হবে ব্যানক্রফটকে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়ম অনুযায়ী, একজন খেলোয়াড় মাথায় আঘাত পেলে ৩৬ ঘণ্টার মধ্যে তার বদলি নামাতে পারবে কোনও দল। অ্যাডিলেড টেস্টের সময় কোনও ব্যাটসম্যান কনকাশনের শিকার হলে তার জায়গায় বদলি হিসেবে আসবেন, এই শর্তে ব্যানক্রফটকে ছাড়া হয়েছে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক টিম পেইন বলেছেন, ‘প্লেনে ব্যাঙ্গার্স (পার্থে) ঘণ্টাখানেক দূরে। যদি কোনও কিছু ঘটে তাহলে আমরা দ্রুত তাকে ফেরাতে পারবো। নিয়ম অনুযায়ী ৩৬ ঘণ্টা হাতে সময় পাওয়া যায়।’

প্রথম ম্যাচে পাকিস্তানকে ইনিংস ও ৫ রানে হারায় অস্ট্রেলিয়া। ১-০ তে এগিয়ে থেকে দ্বিতীয় ও শেষ টেস্টে নামছে স্বাগতিকরা।

অস্ট্রেলিয়া একাদশ: জো বার্নস, ডেভিড ওয়ার্নার, মার্নাস ল্যাবুশ্যাগনে, স্টিভ স্মিথ, ম্যাথু ওয়েড, ট্রাভিস হেড, টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।