বাংলাদেশের সতর্ক সূচনা

ক্রিজে তামিম ও সৌম্য (ফাইল ছবি)ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম ম্যাচে ২৬২ রানের লক্ষ্যে বাংলাদেশ শুরু করেছে সতর্ক ব্যাটিংয়ে। ১০ ওভারে কোনও উইকেট না হারিয়ে তারা করেছে ৪৮ রান। এর আগে শাই হোপের সেঞ্চুরিতে ৯ উইকেটে ২৬১ রান করে ওয়েস্ট ইন্ডিজ।

শেলডন কোট্রেলের প্রথম ওভারে তামিম ইকবাল ও সৌম্য সরকার সিঙ্গেল একটি করে রান নেন। আরেকটি রান আসে ওয়াইডে। এরপর রক্ষণাত্মক ভঙ্গিতে খেলে গেছেন তারা। তামিম ১৪ আর সৌম্য ২১ রানে অপরাজিত আছেন।

মঙ্গলবার টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি পেয়েছেন হোপ (১০৯)। আয়ারল্যান্ডের বিপক্ষে আগের ম্যাচে শতক পূর্ণ করা এই ব্যাটসম্যান আরেকবার জ্বলে উঠলে বড় সংগ্রহের ভিত পায় ক্যারিবিয়ানরা।

কিন্তু মাশরাফি (৩/৪৯), মোহাম্মদ সাইফউদ্দিন (২/৪৭), সাকিব আল হাসান (১/৩৩) ও মেহেদী হাসান মিরাজের (১/৩৮) নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশিদূর যেতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। ২ উইকেট নিতে ৮৪ রান খরচ করা মোস্তাফিজুর রহমান বাদে বিশ্বকাপের আগে বাংলাদেশের সব বোলারের প্রস্তুতিটা হয়েছে দারুণ।

ক্যারিবিয়ানদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোরার রোস্টন চেস করেছেন ৫১ রান। এছাড়া সুনিল অ্যামব্রিস ৩৮ ও অ্যাশলে নার্স করেন ১৯ রান।