মঙ্গলবার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বিকেএসপি টস জিতে গাজী গ্রুপকে ব্যাট করতে পাঠায়। সিদ্ধান্তটা ভুল প্রমাণ হয়েছে কিছুক্ষণ পরেই। গাজী গ্রুপের দুই ওপেনার রনি ও ওয়ালিউল করিম ৫ ওভারে তুলে ফেলেন ৬২ রান। ১৮ বলে ২৫ রান করে ওয়ালিউল আউট হলেও অন্যপ্রান্তে অবিচল ছিলেন রনি। ১৬ বলে ২ চার ও ৪ ছক্কায় সাজানো ছিল তার ৪১ রানের সেরা ইনিংস।
শেষ দিকে সাজ্জাদুল হকের ২০ এবং মাইশুকুর রহমান ও তৌহিদ তারেকের সমান ১১ রান গাজী গ্রুপকে এনে দেয় ৪ উইকেটে ১২৩ রান।
বিকেএসপির বোলারদের মধ্যে ২০ রান খরচে সর্বোচ্চ দুটি উইকেট নেন বাঁহাতি স্পিনার নওশাদ ইকবাল। এছাড়া হাসান মুরাদ পান একটি উইকেট।
১২৪ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় বিকেএসপির টপ অর্ডার ব্যাটসম্যানরা। মাত্র ৬ রানে তারা হারায় ৩ উইকেট। এরপর চতুর্থ উইকেটে আমিনুল ইসলাম ও আকবর আলীর ৭৯ রানের জুটি ম্যাচে ফেরার ইঙ্গিত দিয়েছিল। কিন্তু লাভ হয়নি কোনও।
নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ৯৬ রানে থামতে হয় ৯ বছর পর প্রিমিয়ার লিগ খেলতে আসা দলকে। বিকেএসপির পক্ষে আকবরের ব্যাট থেকে আসে ৪৩ রানের সর্বোচ্চ ইনিংস। ২০ বলে ২ চার ও ৪ ছয়ে তিনি ইনিংসটি সাজান। এছাড়া আমিনুল ইসলাম করেন ৩৪ রান।
গাজী গ্রুপের বোলারদের মধ্যে আবু হায়দার দুটি এবং মেহেদী হাসান ও কামরুল ইসলাম রাব্বি একটি করে উইকেট নিয়েছেন।