সাইফ স্পোর্টিংয়ের ব্যবস্থাপনা পরিচালক নাসিরুদ্দিন চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের সব খেলোয়াড়দের সঙ্গে আন্তর্জাতিক নিয়মে চুক্তি করা আছে। জাফর ইকবালের সঙ্গেও আছে। তবে সে খেলার সুযোগ কম পাচ্ছে। তাই তাকে দেড় লাখ টাকার টোকেন মানি নিয়ে মোহামেডানের কাছে ছেড়ে দিয়েছি। বলতে পারেন এটাই ট্রান্সফার ফি। যা আগে এই দেশে কখনো হয়নি। আমি মনে করি, সবারই পেশাদার হওয়া উচিত।’ মোহামেডান স্পোর্টিং ক্লাবও তার যোগদানের বিষয়টি নিশ্চিত করেছে।
জাফর ইকবাল ২০১৮ সালে লাওসের বিপক্ষে গোল করে আলোচনায় এসেছিলেন। পিছিয়ে পড়ে বাংলাদেশ সেই ম্যাচে ২-২ গোলে ড্র করেছিল। জাফর ছাড়াও অন্য গোলদাতা ছিলেন মাহবুবুর রহমান সুফিল। যদিও তিন বছর ধরে সাইফে খেলেও জাফর নিজেকে আর সেভাবে মেলে ধরতে পারেননি। এবার মোহামেডানে তাই নতুন করে ঘুরে দাঁড়ানোর মিশন তার।