মৌসুম শুরুর ৪৫ দিন আগে চীনা কোম্পানি ভিভোকে সরে যেতে হয়েছে। ভারতের সঙ্গে চীনের সীমান্ত সংঘর্ষই এর মূল কারণ। ভিভোর সরে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত অনেক কোম্পানিই আগ্রহ দেখিয়েছে। তবে ইন্ডিয়া টুডের একটি রিপোর্টে বলা হচ্ছে, টাটা সন্সই এই দৌড়ে সব থেকে এগিয়ে। এছাড়া এই দৌড়ে আরও রয়েছে- বাইজুস, রিলায়েন্স জিও, ড্রিম ১১ ও আনএকাডেমি। আনুষ্ঠানিকভাবে কোম্পানিগুলোর মঙ্গলবারই দরপত্র জমা দেওয়ার কথা। তাই আজই জানা যেতে পারে কে হতে যাচ্ছে আইপিএলের এবারের স্পন্সর।
এবার টাইটেল স্পনসর পছন্দের ক্ষেত্রে সর্বোচ্চ দর হাঁকানো কোম্পানিকে বেছে নাও নিতে পারে বিসিসিআই। তাদের অন্যান্য বিষয়ও ভাবতে হচ্ছে। বিশেষ করে ভিভোর মালিকানা চীনা কোম্পানির হাতে থাকায় যে জনরোষের মুখে পড়তে হয়েছে, তাতে ভেবে চিন্তেই পা ফেলতে হচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ডকে।
তবে বিসিসিআইয়ের আরও বেশি ভাবনার জায়গা হচ্ছে, ভিভোর মতো একই মানের চুক্তিতে কাউকে রাখতে পারা। ভিভোর সঙ্গে যে চুক্তিটি হয়েছিল তাতে বছরে ৪৪০ কোটি রুপি মিলতো। এই অবস্থায় শিক্ষামূলক প্ল্যাটফর্ম বাইজুস ও আনএকাডেমি বিসিসিআইর প্রস্তাবিত শর্তের তুলনায় বেশি অর্থ দিতে আগ্রহী থাকলেও ফেভারিট হিসেবে এগিয়ে টাটা সন্সই। কারণ এদের মধ্যে টাটাই একমাত্র ভারতীয় ব্র্যান্ড।