নাফিস-মাশরাফির পর করোনার কবলে নাজমুল

নাজমুল ইসলামবাংলাদেশের ক্রিকেটে হুট করেই করোনায় হানা দিয়েছে। একদিন একের পর এক দু:সংবাদ আসছে। প্রথমে নাফিস ইকবাল, দুপুরে মাশরাফি বিন মর্তুজা, সন্ধ্যায় খবর এলো নাজমুল ইসলাম অপুরও করোনায় আক্রান্ত হওয়ার খবর। নাজমুলের পাশাপাশি নাজমুলের মাও করোনায় আক্রান্ত হয়েছেন।

নাজমুল গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তার করোনা ধরা পড়েছে। নাজমুল বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘গত সপ্তাহে ত্রাণ দিতে নরসিংদী গিয়েছিলাম। ওখান থেকে আসার পর শরীর খারাপ লাগছিল। বুধবার করোনা পরীক্ষা করিয়েছি। আজ দুপুরেই রেজাল্ট পেয়েছি, পজিটিভ। এখন বাসায় আইসোলেশনে আছি।’ করোনায় আক্রান্ত হলেও মানসিকভাবে শক্ত আছেন বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার, ‘আপাতত ঘরেই থাকবো। আমি দীর্ঘদিন ধরেই এভাবে আছি। যখন ত্রাণ কার্যক্রম চালিয়েছি তখনও পরিবার ছেড়ে আলাদা থেকেছি। এখন আবার এভাবেই থাকতে হবে। আশা করি সবার দোয়ায় সুস্থ হয়ে উঠবো।’

করোনা সংক্রমণের শুরু থেকেই ত্রাণ কার্যক্রমে সক্রিয় ভূমিকায় ছিলেন নাজমুল হোসেন। নিজের এলাকা নারায়ণগঞ্জে ত্রাণ দেওয়া ছাড়াও  ঢাকা ও ঢাকার বাইরে অনেক জেলায় অসহায়দের পাশে দাঁড়িয়েছেন এই ক্রিকেটার। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও নাজমুলের মাধ্যমে অভাবী-অসচ্ছল মানুষদের সহযোগিতা করেছেন। অসহায়দের সহযোগিতা করতে গিয়ে নিজেই এখন মারণ ভাইরাসে আক্রান্ত। যদিও এসব নিয়ে ভাবছেন না নাজমুল, ‘কীভাবে হয়েছে তা তো কেউ বলতে পারে না। মানুষের জন্য কাজ করতে আমি বাইরে গিয়েছিলাম। যদি ওখান থেকে হয়ে থাকে আমার কোনও আফসোস থাকবে না। আমি খুব সাধারণ মানুষ। সাধারণ মানুষের কষ্ট দেখে এগিয়ে গিয়েছিলাম। এর বাইরে আর কিছু নয়।’