দিনাজপুরের হিলিতে উদ্বোধন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট। উদ্বোধনী খেলায় টাইব্রেকারে খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ একাদশকে ১-০ গোলে হারিয়েছে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ।
হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় বোয়ালদাড় স্কুল এন্ড কলেজ মাঠ প্রাঙ্গনে খেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম।
প্রথম খেলায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও খট্টামাধবপাড়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ অংশগ্রহণ করে। নির্ধারিত সময়ের খেলাটি ১-১ গোলে শেষ হলে তা গড়ায় টাইব্রেকারে। প্রথম শুট আউটে সমতা বিরাজ করলে পরে ১-০ গোলে ম্যাচ জিতে বোয়ালদাড় ইউনিয়ন পরিষদ একাদশ।
খেলায় উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ ও ১টি পৌরসভা ফুটবল টিম অংশগ্রহন করবে। খেলায় উপজেলা পর্যায়ে বিজয়ীরা পরে জেলা পর্যায়ের খেলায় অংশগ্রহণ করবে।