প্রত্যাবর্তনের গল্প লিখতে না পারায় ব্র্যাথওয়েটের আক্ষেপ

বল বাউন্ডারি ছাড়া করতে না পেরে এভাবেই বসে পড়েছিলেন ব্র্যাথওয়েট।বিশ্বকাপের অন্যতম সেরা প্রত্যাবর্তনের গল্পটি প্রায় লিখেই ফেলেছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট। নিউজিল্যান্ডের বিপক্ষে বিস্ফোরক এক ইনিংস উপহার দিয়ে প্রায় জয়ের কাছে চলে গিয়েছিলেন। দুর্ভাগ্য শেষ ওভারে ম্যাচটি না নিয়ে ছয় মারতে গেলে সমাপ্তি ঘটে সেই সম্ভাবনার।

ব্যর্থতার পর মাঠে হাঁটু গেড়ে বসতে দেখা গেছে তাকে। ম্যাচের পর বললেন সেই মুহূর্তের কথা। একই সঙ্গে আক্ষেপও ঝরলো বল বাউন্ডারি পার না হওয়ায়, ‘অবশ্যই, আমি মানসিকভাবে বিধ্বস্ত ছিলাম। বলটা বাউন্ডারি পার করাতে পারিনি।’

নিউজিল্যান্ডের দেওয়া ২৯২ রানের টার্গেটে খেলতে নেমে তার ৮২ বলে ১০১ রানের বিধ্বংসী ইনিসে ভর করে জয়ের স্বপ্ন দেখছিল ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের ৯ উইকেট পড়ে গেলে তখন ৫ ছয় আর ৯টি চারের এই ইনিংসই ব্র্যাথওয়েটর আরেকটি বিখ্যাত ইনিংস মনে করিয়ে দিচ্ছিল সবাইকে।

২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে স্টোকসের ওভারে টানা চার ছক্কা মেরে ইংল্যান্ডকে হারিয়ে জিতিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজকে।

৪৯তম ওভারের শেষ বলে তাই ছয় মেরেই ম্যাচটি শেষ করতে চেয়েছিলেন। কিন্তু বাউন্ডারি লাইনে তার অসাধারণ সেই শটকে তালুবন্দী করে ফেলেন বোল্ট। ৫ রানের হারের পর ব্র্যাথওয়েট জানান তিনি মনে করেছিলেন ব্যাট হাতে সেই কাজটি সমাধান হয়েই গিয়েছিল, ‘আমি মনে করেছিলাম ব্যাটে সর্বোচ্চ শক্তিটা দিয়েছিলাম। আরও উপরে মেরে খেলতে চেয়েছি, কিন্তু সেখানে বিশ্বের সেরা ফিল্ডারদের একজন দাঁড়িয়েছিল।’