সম্প্রতি পাকিস্তান সিরিজে ১৭ জনের দল নিয়ে খেলছে ইংলিশরা। সিরিজ শেষ হলে কারো কপাল খুলবে, কারো হবে সর্বনাশ। কয়েকজনকে যে নিরুপায় হয়ে বাদ দিতে হচ্ছে তেমন খবরটি দুঃখের সঙ্গে জানাচ্ছেন মরগান, ‘দুর্ভাগ্যবশত ১৭ জনের দল থেকে বাদ পড়বে। আর এই সিদ্ধান্তটা নিতে গিয়ে জটিল পরিস্থিতির মুখে পড়তে হবে।’
দ্বিতীয় ওয়ানডেতে জায়গা হয়নি আর্চারের। তার বদলে শনিবার খেলেছেন ডেভিড উইলি। বামহাতি এই পেসারের পারফরম্যান্স ছিলো দিনের সেরা। ১০ ওভারে ৫৭ রানে নিয়েছেন ২ উইকেট। যেখানে দুই ইনিংসে ছিলো রানের জোয়ার। তেমন দিনে ওভার প্রতি তার রান ছিলো ৬-এর নিচে। এমনকি ডেথ ওভারেও ছিলেন কার্যকরী। তাতে পাকিস্তানের বিপক্ষে জয়টা ১২ রানে। এই অবস্থায় দলে জায়গা পেতে আর্চারের মতো লড়াইয়ে আছেন উইলিও। মরগানও জানালেন প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থার কথা, ‘ওরা সবাই এখন দলে ঢুকতে একে অপরকে পুশ করছে। ঠিক শেষ তিন বছরে আমাদের ব্যাটিং ইউনিটের মতো।’
সিরিজে সবচেয়ে বেশি ঝুঁকি পূর্ণ অবস্থায় ক্রিস জর্ডান ও টম কারান। তারা কেউ এখনও সিরিজে খেলার সুযোগ পাননি। সেই তুলনায় উইলি ও প্লাঙ্কেটের প্রতি আস্থা মরগানের। তার কথাতেই মিললো তেমন ইঙ্গিত, ‘শেষ চার বছর ধরে ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট চাপের মাঝেও ভালো সাড়া দিয়েছে। তাদের যাই করতে বলা হয়েছে ভালো করে করেছে। তবে সে তুলনায় প্রশংসা হয়তো পাচ্ছে না।’