নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে প্রথমার্ধেই জয়সূচক গোলটি আদায় করে নেয় সাইফ স্পোর্টিং। দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সিউনগিল পার্কের পাসে বক্সে ঢুকে এগিয়ে আসা গোলকিপারের মাথার ওপর দিয়ে বল পোস্টে জড়িয়ে দেন রাশিয়ান ফরোয়ার্ড দেনিশ বোলশাকোভ।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় সাইফ। বিরতির পর সাইফ গোল ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল আরও। কিন্তু দক্ষিণ কোরিয়ার সিউনগিল পার্কের একটি শট গিয়ে লাগে সাইড বারে।
ম্যাচে ৮৫ মিনিটে সাইফ স্পোর্টিং ১০ জনের দলে পরিণত হয়। ডিফেন্ডার আসাদুজ্জামান বাবলু দুটি হলুড কার্ড দেখে মাঠ ছেড়ে যান। তবে ১০ জনের দল পেয়েও বিজেএমসি ম্যাচে সমতা ফিরিয়ে আনতে পারেনি। টানা দুটি হারের তিক্ততা নিয়ে মাঠ ছেড়েছে তারা।