ভালদেবেবাসে লস ব্লাঙ্কোসরা অনুশীলন শুরু করেছে ৩ জানুয়ারির ম্যাচকে সামনে রেখে। গত বছরের মূল্যায়নে সোলারি বললেন, ‘রিয়াল মাদ্রিদের জন্য বছরটা দারুণই কেটেছে। দলটির ইতিহাসে যা নতুন কিছু যুক্ত করেছে।’
নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আশা করছি লোকজন গত রাতটা শান্তিতে কাটিয়েছে। একই সঙ্গে আগামী বছরটা ভালো কিছুর সম্ভাবনা, ভালোবাসায় কাটাবে; যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।’
লা লিগায় আগামী বৃহস্পতিবার মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। মুখোমুখি হবে ভিয়ারিয়ালের।