হ্যাজার্ডের শততম গোলের দিনে চেলসির জয়

শততম গোলের রেকর্ড করেছেন হ্যাজার্ড।বক্সিং ডেতে ইংলিশ প্রিমিয়ার লিগে টানা ম্যাচের দিনে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। ওয়াটফোর্ডকে ২-১ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থান পুনরূদ্ধার করেছে ব্লুরা।

শনিবার লিস্টারের কাছে ১-০ গোলে হেরে ধাক্কা খেতে হয়েছিলো চেলসিকে। তার ওপর বুধবার রাতে আর্সেনাল ১-১ গোলে ব্রাইটনের সঙ্গে ড্র করলে চাপটা আরও বেড়ে যায় । সাময়িক সময়ের জন্য তারা নেমে যায় পঞ্চম স্থানে। এমন অবস্থায় উপরে উঠতে হলে এই ম্যাচে জয় প্রয়োজন ছিলো সারির শিষ্যদের।

চেলসি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলের দেখা পেলেও শুরুটা ছিলো নিষ্প্রভ। বেশ খানিকটা সময় চেষ্টা করে চেলসি অবশেষে গোলের দেখা পায় প্রথমার্ধের শেষ দিকে। যার শুরুটা করেন বেলজিয়ান এদেন হ্যাজার্ড। কোভাচিচের পাস থেকে বল নিয়ে গোলকিপার বেন ফস্টারকে পরাস্ত করেন। চেলসির এই অগ্রগামিতা স্থায়ী ছিলো মাত্র দুই মিনিট। রবের্তো পেরেইরার ভলিতে অতিরিক্ত সময়ে সমতায় ফেরে ওয়াটফোর্ড।

প্রথমার্ধে গোল পেতে ঘাম ঝরানো চেলসি দ্বিতীয় গোলের দেখা পায় ৫৮ মিনিটে। প্রতিপক্ষ গোলকিপার ফস্টার হ্যাজার্ডকে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। স্পট কিক থেকে দ্বিতীয় গোলটি করেন তিনি।

জোড়া গোলটি করার আগে শততম গোলের মাইলফলক স্পর্শ করেন হ্যাজার্ড। চেলসির হয়ে এমন কীর্তি গড়েছেন মোট দশ জন। ২১১টি গোল নিয়ে ক্লাবটির রেকর্ড গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।  

জয়ের পর ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে টেবিলে চতুর্থ স্থানে আছে চেলসি। বর্তমান চ্যাম্পিয়ন ম্যানসিটি সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে অবস্থান করছে তৃতীয় স্থানে। অপর দিকে ড্র করা আর্সেনাল সমান ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।