কলকাতায় পতৌদি স্মারক বক্তৃতায় অংশ নিয়েই এসব কথা বলেছেন বাংলাদেশ কোচ। কলকাতার ইংরেজী দৈনিক দ্য টেলিগ্রাফ আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নিতে গত মঙ্গলবার সেখানে পৌঁছান ক্যারিবীয় কিংবদন্তি। অবশ্য যার স্মরণে এমন আয়োজন তাকে কখনও খেলতে দেখেননি ওয়ালশ। তবে এই তারকাকে পয়া হিসেবেই দেখছেন ক্যারিবিয়ান লিজেন্ড, ‘টাইগার পতৌদিকে কখনও খেলতে দেখিনি, শুধু শুনেছি। কিন্তু এই স্মারক বক্তৃতায় অংশ নেওয়ার পরেই আমি বাংলাদেশের অন্তর্বর্তী কোচ হিসেবে দায়িত্ব পেলাম। তাই টাইগার, আমার জন্য লাকি ক্যাপ্টেন।’
পতৌদিকে কখনও না দেখলেও ক্লাইভ লয়েডের অধীনে খেলেছেন ওয়ালশ। সেই সময়ের কথা স্মরণ করে এই কিংবদন্তি বলেন, ‘আমি একটা সিরিজে লয়েডের অধীনে খেলি। সেটা ছিল আমার অভিষেক সিরিজ। আর তাতেই বুঝে যাই, ক্লাইভ কেন এত বড় ক্যাপ্টেন। আমার মতো অনভিজ্ঞ মানুষকেও জিজ্ঞেস করেছিল, কী ধরনের ফিল্ডিং চাও। আমি তো শুনে অবাক হয়েছিলাম। আমি ভেবেছিলাম, ক্যাপ্টেন যেভাবে ফিল্ডিং সাজাবে সেই অনুযায়ী আমাকে বল করতে হবে।’
এই সময়ে সেরা ক্যাপ্টেনদের মধ্যে ইমরান খানকেও টেনে আনেন ওয়ালশ। তার মতে, ‘আমার মতে বড় অধিনায়ক মানে সে যিনি বিপ্লব আনেন ক্রিকেটে, রেখে যাবেন পরিবর্তন। ইমরান খান পাকিস্তান ক্রিকেট পাল্টে দিয়েছিল। আমি যতটুকু শুনেছি, পতৌদিও একই রকম ছিল। আমার মনে হয় ইমরান এবং টাইগারের অধিনায়কত্বের ধরনের মধ্যে অনেক মিল ছিল।’