দুই দলকেই এগিয়ে রাখলেন সামারাবীরা

থিলান সামারাবীরাঢাকা টেস্টের বর্তমান যেই অবস্থা তাতে দুই দলকেই সমান অবস্থানে রাখছেন শ্রীলঙ্কার ব্যাটিং কোচ থিলান সামারাবীরা।  ব্যাটিংয়ে খুব ভালো না করলেও শেষ বিকালে বাংলাদেশের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে সাজঘরে পাঠিয়ে খেলায় ভারসাম্য এসেছে বলে মনে করনে লঙ্কান এই কোচ, ‘আমার মনে হয় দুই দলই সমান অবস্থানে আছে। কারণ আমাদের আরও ছয়টি উইকেট নিতে হবে। তার পাশাপাশি দুই দলকে আরও একটি করে ইনিংস খেলতে হবে।’

শ্রীলঙ্কা প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২২২ রানে।  স্কোর বোর্ডে আরও কিছু রান যোগ করা প্রয়োজন ছিল বলে করেন সামারাবীরা, ‘এই উইকেটে ২৪০-২৫০ রান ভালো স্কোর।  সেই হিসেবে আমরা ৩০ রান কম করেছি।  তবে দিনের শেষ দিকে ওদের টপ অর্ডারের চার ব্যাটসম্যানকে ফিরিয়ে খেলায় ভারসাম্য আনতে পেরেছি।’

ঢাকায় প্রথম দিনে ১৪ উইকেটের পতন হলেও চট্টগ্রামের চেয়ে এই উইকেটকে ভালো বলে মনে করছেন সামারাবীরা, ‘ঢাকার পিচ এমনই। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এমন উইকেটেই খেলা হয়েছিল। এটাকে অবশ্য খেলার অনুপযোগী বলা যাবে না। তবে চট্টগ্রামের চেয়ে এটা একেবারেই ভিন্ন উইকেট। টেস্ট ক্রিকেটে এমন উইকেট বানাতে হবে, যেখানে ফল আসবে।’

পুরো চার বছর পর টেস্ট ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে আব্দুর রাজ্জাকের। বয়সে বুড়িয়ে গেলেও ধার এখনও কমে যায়নি। দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফর্ম করা মোটেও সহজ কাজ নয়। সেই কাজটাই সুচারু রূপে করে দেখিয়েছেন ৩৬ বছর বয়সী বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক। যাকে স্তুতি বাক্যে ভাসিয়েছেন প্রতিপক্ষ দলের ব্যাটিং কোচ সামারাবীরা। সংবাদ সম্মেলনে তিনি রাজ্জাকের প্রশংসায় বলেছেন, ‘রাজ্জাক ভালো বোলার। আজকে চারটি উইকেট তুলে নিয়েছেন। তবে চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে পারফর্ম করাটা সহজ কোনও কাজ নয়। এই অর্জনের পুরো কৃতিত্ব তারই।’