ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ‘ফাউন্ডেশন ফর লার্নিং, টিচিং অ্যান্ড রিসার্চ’ (এফএলটিআর)-এর উদ্যোগে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং কার্যকর শিক্ষণ কৌশল বাড়ানোর জন্য ৩ দিনের একটি প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। গত ১০ থেকে ১২ এপ্রিল পর্যন্ত চলা এই প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৫ জন শিক্ষক অংশ নেন। শেষদিন সন্ধ্যায় সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রবিবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়টি ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এফএলটিআর'র চেয়ারম্যান এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ এম হুমায়ুন। এছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির আইকিউএসি'র পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং গ্রিন ইউনিভার্সিটির সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরও বক্তব্য রাখেন।
এসময় বক্তারা নিজেদের শিক্ষকতার নানান অভিজ্ঞতা তুলে ধরেন এবং শিক্ষকদের ক্রমাগত পেশাগত উন্নয়নের গুরুত্বের ওপর জোর দেন। অনুষ্ঠানে অতিথিরা ২৫ জন অংশগ্রহণকারীর হাতে সনদ তুলে দেন।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, কোষাধ্যক্ষ এয়ার কমোডর (অব.) ইশফাক ইলাহী চৌধুরীসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।