পঞ্চমবারের মতো হাল্ট প্রাইজের আয়োজন করলো ইউল্যাব

ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) পঞ্চমবারের মতো হাল্ট প্রাইজের আয়োজন করেছে। আয়োজন ঘিরে ছাত্র-ছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ সৃষ্টি করেছে। ইউল্যাব হাল্ট প্রাইজ সফলতার সঙ্গে বিগত ৪ বছর ধরে এ আয়োজন করে আসছে।

শনিবার (১৮ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

২০২২ সালে ‘প্রোগ্রাম অব দ্য ইয়ার’ (সেন্ট্রাল এবং সাউথ এশিয়া) পুরস্কার অর্জন এবং গ্লোবাল হাল্ট প্রাইজ বোর্ডে চতুর্থ স্থান দখল করে।

এ বছর হাল্ট প্রাইজ প্রতিযোগিতা আরও বেশি উদ্ভাবনী ধারণা এবং গৌরবময় উদ্যোগ নিয়ে আসবে বলে আশা করছেন শিক্ষার্থীরা। প্রতিযোগিতায় অংশ নিতে ৪৫৭জন ছাত্র-ছাত্রী ১৫৫টি দল গঠন করেছে। এ অংশগ্রহণ ইউল্যাব হাল্ট প্রাইজ ২০২৪-২৫ সংস্করণকে এখন পর্যন্ত সবচেয়ে প্রভাবশালী আসর হিসেবে চিহ্নিত করছে।

ইউল্যাব কমিউনিটির উদ্যোক্তা চেতনা এবং তাদের ক্রমবর্ধমান সৃজনশীলতার প্রমাণ করবে এবারের প্রতিযোগিতা। এ থেকে আসা উদ্ভাবনী সমাধানগুলো বিশ্বব্যাপী সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় অনন্য ভূমিকা রাখবে।

এ প্রতিযোগিতা থেকে উঠে আসা নতুন ধারণাগুলো আগামী দিনের উদ্ভাবনের দিশা দেখাবে এবং আন্তর্জাতিক অঙ্গনে আরও সাফল্যের সিঁড়ি তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করে ইউল্যাব পরিবার।