ছাদকৃষি উদ্বুদ্ধ করতে বৃক্ষরোপণ সামগ্রী ও জিও ব্যাগ বিতরণ

রাজধানীর উত্তরা, নিকুঞ্জ ও বসুন্ধরা এলাকার ৩০ জন ছাদ বাগান মালিকের মধ্যে জিও ব্যাগসহ উন্নত মানের ফলমূল, শাকসবজি ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বিএইউ) এবং ইউএসএআইডি ফিড দ্য ফিউচার হর্টিকালচার ইনোভেশন ল্যাব ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া (ইউসি ডেভিস) এই আয়োজন করে। আয়োজকরা বলছেন, এই উদ্যোগের উদ্দেশ্য হলো, শহরাঞ্চলে পরিবেশগতভাবে টেকসই কৃষিকাজের প্রচার এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

আয়োজকরা আরও বলেন, এই প্রকল্পের মাধ্যমে ছাদ বাগানের মালিকরা আধুনিক কৃষি কৌশল এবং যথাযথ খামার ব্যবস্থাপনার পদ্ধতি সম্পর্কে সচেতনতা অর্জন করবেন।

প্রকল্প নেতা ড. মোহাম্মদ আনওয়ারুল আবেদীন বলেন, ‘ঢাকায় ছাদবাগান জনপ্রিয়তা পাচ্ছে এবং এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষা ও শহরাঞ্চলে টেকসই কৃষি পদ্ধতির প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই কর্মসূচির মাধ্যমে, ছাদ বাগানের মালিকরা বিভিন্ন মানের রোপণ সামগ্রী এবং জিও ব্যাগ পেয়েছেন, যা তাদের শাকসবজি, ফল ও ফুল উৎপাদনে সহায়তা করবে।’

বৃক্ষরোপণ সামগ্রী ও জিও ব্যাগ বিতরণ অনুষ্ঠানে ছিলেন– অধ্যাপক ড. মাহমুদ হোসেন সুমন, সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া।