ঢাকা ও ঢাকার বিভিন্ন স্থানে স্তন ক্যানসার বিষয়ক সচেতনতা সেমিনার আয়োজন করেছে 'আমরা নারী' ও 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট'।
আগামীকাল ২৯ অক্টোবর রাজধানীর আইপিডিসির ফাইন্যান্স অডিটোরিয়ামে স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক সেমিনারের আয়োজন করেছে। এই উদ্যোগের প্রধান লক্ষ্য হলো মেয়েদের স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক শনাক্তকরণ ও প্রতিরোধে সহায়ক ভূমিকা রাখা, যাতে নারীদের স্বাস্থ্য সুরক্ষিত ও সুস্থ থাকে। স্বাস্থ্যসচেতন একটি ভবিষ্যৎ প্রজন্ম গড়ে উঠে।
সেমিনারটিতে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে বাংলা ট্রিবিউন, বাংলাদেশ প্রতিদিন, বাংলাদেশ পোস্ট ও একাত্তর টিভি।
প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী এম এম জাহিদুর রহমান বলেন, 'অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামীকাল, ২৯ অক্টোবর, ২০২৪, "আমরা নারী" "আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট," ও "আইপিডিসি ফাইন্যান্স"-এর যৌথ উদ্যোগে একটি স্তন ক্যানসার সচেতনতা বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে।’
'আমরা নারী' একটি অরাজনৈতিক, অলাভজনক সংস্থা, যা নারীদের ক্ষমতায়ন, কল্যাণ, এবং সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রমে নিবেদিত। 'আমরা নারী'র সহযোগী সংগঠন 'আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট' মেয়েদের অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, এবং নিরাপদ খাদ্য নিয়ে সচেতনতা বৃদ্ধিতে সক্রিয় ভূমিকা পালন করছে।
বিশ্বব্যাপী অক্টোবর মাসটি স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হওয়ার প্রেক্ষিতে, "আমরা নারী" এবং "আমরা নারী রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট" ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এই সেমিনারগুলোর আয়োজন করেছে। এই উদ্যোগের মাধ্যমে জনসাধারণ, বিশেষত নারীদেরকে প্রাথমিক শনাক্তকরণে ও প্রতিরোধের প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হচ্ছে। আমাদের লক্ষ্য একটি স্বাস্থ্যসচেতন ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলা।