আন্তর্জাতিক রুটে পরিচালিত হওয়া বিমান পরিসেবার মধ্যে বেস্ট স্মাইল ক্যাম্পেইনে সেরা পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মালদ্বীপ এয়ারপোর্টের ম্যানেজার মোহাম্মদ জাহিদুল ইসলাম।
রবিবার (১৩ অক্টোবর) মালদ্বীপের ভেলেনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে একটি বিশেষ আয়োজন করা হয়। অনুষ্ঠানে জাহিদুল ইসলামের হাতে পুরস্কার তুলে দেন মালদ্বীপ এয়ারপোর্ট কোম্পানির জেনারেল ম্যানেজার ডোনা। এই প্রতিযোগিতায় অংশ নেন বিশ্বের বিভিন্ন দেশের ৩৪টির বেশি এয়ারলাইনস কোম্পানি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জাহিদুল ইসলাম বাংলাদেশের যশোরের শারশা উপজেলার সন্তান।