দেশে চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সব কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ বন্যার্তদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শরিবার (২৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেকোনও প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা আগের মতো এবারও দেশের জনগণের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ।