‘আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে’

আমলা নির্ভরতার কারণে তৃতীয় চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে বলে মন্তব্য করেছেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

রবিবার (২৭ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশন আয়োজিত কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান ফুয়াদ বলেন, দেশের প্রত্যেকটি প্রশাসনিক সার্ভিস ভেঙে গেছে। ৭১ সালেও এভাবে প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়নি। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ২ দশমিক ০ করার কথা ছিল, সরকারের পক্ষ থেকে সে উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না। আমলা নির্ভরতার কারণে তৃতীয়-চতুর্থ শ্রেণির কর্মচারীরা এখন স্থানীয় প্রশাসন চালাচ্ছে।

তিনি বলেন, সরকারি আমলারা জনবিচ্ছিন্ন জনগোষ্ঠী। তার জন্য কোনটা প্রযোজ্য আর কোনটা প্রযোজ্য না, সেটা যাছাই-বাছাই করার ক্ষমতা তাদের নেই। পুরাতন কর্মচারীরা আওয়ামী দোসরদের সামনে রেখে ঠিকাদারি ব্যবসা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, নাগরিকদের রাষ্ট্রই কিন্তু বাংলাদেশ। নির্বাচিত কাউন্সিলররা কেবল নাগরিক নন, তারা এলাকার অত্যন্ত সম্মানিত ব্যক্তি। সুতরাং তাদের কাউন্সিলর পদ কেড়ে নেওয়ার মাধ্যমে সম্মানও কেড়ে নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকারকে বলতে চাই, তারা যেন এই চুক্তি সংশোধন করে। যৌক্তিক বাছাই করে কাউন্সিলরদের নিয়োগ দেওয়া হোক।

বাংলাদেশ সিটি কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী গোলাম কিবরিয়ার সঞ্চালনায় এসময় বিভিন্ন এলাকার পদবঞ্চিত কাউন্সিলররা উপস্থিত ছিলেন।