এনসিপির বিক্ষোভ

আ.লীগ হত্যাকারী সংগঠন, আমরা তাদের ফিরতে দেবো না

আওয়ামী লীগ একটি হত্যাকারী সংগঠন। তারা ছাত্র হত্যা করেছে, আলেমদের হত্যা করেছে, দেশপ্রেমিক সৈনিকদের হত্যা করেছে। যারা আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে চায়, তাদের প্রতিহত করবো। আওয়ামী লীগকে আমরা আর ফিরতে দেবো না।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর খামারবাড়ি এলাকায় আওয়ামী লীগের বিচার ও দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

এনসিপির বৃহত্তর তেজগাঁও ও শের-ই-বাংলা নগর জোনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। এসময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুজ্জামান আদিব অন্তর্বর্তী সরকারকে আওয়ামী লীগের বিচার, নতুন সংবিধান প্রণয়ন এবং জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে এনসিপির সংগঠক মুনতাসির মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে চায়, আমরা তাদের প্রতিহত করবো। একইসঙ্গে যারা ফ্যাসিস্টদের মতো চাঁদাবাজি শুরু করেছে, তাদেরও প্রতিহত করবো।

অন্তর্বর্তী সরকারকে শহীদদের রক্তের ওপর গঠিত সরকার উল্লেখ করে এনসিপির সংগঠক এস এম শোয়াইব বলেন, আপনাদের দায়িত্ব হচ্ছে গণহত্যার বিচার করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা।

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন যুগ্ম সদস্য সচিব সালেহ উদ্দিন সিফাত, মো. আলাউদ্দিন, মো. নিজামউদ্দিন ও আকরাম হুসেইন, সংগঠক ইমরান ইমন, যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, তেজগাঁও থানার আহ্বায়ক মো. ইরান প্রমুখ।