জাতীয় নাগরিক পার্টি-এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আকরাম হুসেইন বলেছেন, প্রশাসনের আড়ালে এখনও আওয়ামী লীগকে পুনর্বাসনের পাঁয়তারা করা হচ্ছে যা জনগণের সাথে প্রত্যক্ষ গাদ্দারি।
সোমবার (২১ এপ্রিল) বিকালে রাজধানীর মোহাম্মদপুরে এনসিপি বৃহত্তর মোহাম্মদপুর জোনের উদ্যোগে "আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে” বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।
কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসাইনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় সংগঠক এমএম শোয়াইবের সঞ্চালনায় বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহাদী, যুগ্ম সদস্যসচিব জয়নাল আবেদীন শিশির, মুসফিক উস সালেহীন, আলাউদ্দিন মোহাম্মদ, মুশফিকুর রহমান জোহান, কেন্দ্রীয় সদস্য মীর হাবীব আল মানজুর, রফিকুল ইসলাম ও এনসিপি মোহাম্মদপুর জোনের নেতারা।
অন্য বক্তারা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। এজন্য সংস্কারের বিকল্প নেই। সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই কেবল অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা বাস্তবায়ন সম্ভব। অন্যথায় আবারও বাংলাদেশ ফ্যাসিবাদের অতল গহ্বরে হারিয়ে যাবে।