ঢাকা উত্তরে নির্বাচন পরিচালনা কমিটি করেছে ইসলামী আন্দোলন

ঢাকা মহানগর উত্তর এলাকার জন্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন করেছে ইসলামী আন্দোলন। শুক্রবার (১৮ এপ্রিল) রাজধানীর ভাটারাস্থ আস-সাঈদ মিলনায়তনে এই কমিটি করে।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের যুগ্ম-মহাসচিব ও ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফজলে বারী মাসউদ বলেন, ‘দেশের জনগণ চায় আগে সংস্কার পরে নির্বাচন। শুধু বিএনপির কথায় নির্বাচন হবে না।’

এই নেতা আরও বলেন, ‘অন্যান্য রাজনৈতিক দল কি সংস্কারের আগে নির্বাচন চায়? চায় না। তারা চায় দেশের সংস্কার হোক, তারপর একটি শান্তিপূর্ণ পরিবেশে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও সকলের অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান। আগে সংস্কারের পূর্ণাঙ্গ সমাপ্তি হতে দিন। নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সাধন সম্ভব নয়।’