ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’র মোটিফ নির্মাণকারী চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের গড়পাড়া গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তি কাউন্সিল। মুক্তি কাউন্সিল সম্পাদক ফয়জুল হাকিম এক বিবৃতিতে বলেছেন, অবিলম্বে অগ্নিসংযোগকারীদের গ্রেফতার ও দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, যারা ফেসবুকে এই হামলা পরিচালনার উস্কানি দিয়েছে তাদের আইনের আওতায় আনতে হবে। এছাড়া ঘটনার দিন সন্ধ্যায় মানবেন্দ্র ঘোষ মানিকগঞ্জ সদর থানায় জিডি করে এলেও সদর থানার পুলিশ পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে তার নিরাপত্তার জন্য কার্যকর ব্যবস্থা নেয়নি। এরও তদন্ত হতে হবে।
বিবৃতিতে অগ্রাধিকারের ভিত্তিতে পলাতক আসামি শেখ হাসিনা ও তার দোসরদের বিচার দ্রুততর করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান হয়।
এর আগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে মানবেন্দ্র ঘোষের মানিকগঞ্জের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।