বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘গাজায় যা ঘটছে তা কোনও সংঘাত নয়, এটি একটি গণহত্যা’। তিনি এর বিরুদ্ধে বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে কূটনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সম্প্রতি তুরস্কে ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স’ আয়োজিত ‘১২তম আন্তর্জাতিক সুফি সম্মেলনে’ দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানায় তার দল বাংলাদেশ সুপ্রিম পার্টি।
‘ডিজিটাল প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার: নীতিমালা ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ কোরআনের ভারসাম্যের নীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মুসলিম উম্মাহকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে প্রজ্ঞা ও দায়িত্ববোধের সাথে অগ্রসর হতে হবে।’
তিনি বলেন, ‘প্রযুক্তি মানবতার সেবা করার জন্য, মানবতাকে বন্দি করার জন্য নয়।’
বিএসপি চেয়ারম্যান ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভূত তথ্য বিভ্রান্তি, গোপনীয়তা লঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ইসলামি মূল্যবোধ অনুযায়ী সত্যবাদিতা ও ন্যায়বিচারভিত্তিক একটি নৈতিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।