গাজা গণহত্যার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএসপি চেয়ারম্যানের

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, ‘গাজায় যা ঘটছে তা কোনও সংঘাত নয়, এটি একটি গণহত্যা’। তিনি এর বিরুদ্ধে বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে কূটনৈতিক, অর্থনৈতিক ও নৈতিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সম্প্রতি তুরস্কে ‘ইন্টারন্যাশনাল একাডেমি অব সুফি স্কলার্স’ আয়োজিত ‘১২তম আন্তর্জাতিক সুফি সম্মেলনে’ দেওয়া ভাষণে তিনি এ আহ্বান জানান। বুধবার (১৬ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে একথা জানায় তার দল বাংলাদেশ সুপ্রিম পার্টি। 

‘ডিজিটাল প্রযুক্তির নিয়ন্ত্রিত ব্যবহার: নীতিমালা ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ কোরআনের ভারসাম্যের নীতির ওপর গুরুত্বারোপ করে বলেন, ‘মুসলিম উম্মাহকে ডিজিটাল প্রযুক্তির ব্যবহারে প্রজ্ঞা ও দায়িত্ববোধের সাথে অগ্রসর হতে হবে।’

তিনি বলেন, ‘প্রযুক্তি মানবতার সেবা করার জন্য, মানবতাকে বন্দি করার জন্য নয়।’

বিএসপি চেয়ারম্যান ডিজিটাল প্ল্যাটফর্মে উদ্ভূত তথ্য বিভ্রান্তি, গোপনীয়তা লঙ্ঘন ও নৈতিক অবক্ষয়ের মতো চ্যালেঞ্জগুলো তুলে ধরেন এবং ইসলামি মূল্যবোধ অনুযায়ী সত্যবাদিতা ও ন্যায়বিচারভিত্তিক একটি নৈতিক কাঠামো গড়ে তোলার ওপর জোর দেন।