সংস্কৃতি উপদেষ্টাকে নিয়ে এলডিপি মিডিয়া গ্রুপে কর্নেল অলির বার্তা

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল অলি আহমদ বীর বিক্রম (অব.)। 

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় এলডিপির মিডিয়া গ্রুপে সরয়ার ফারুকীর কয়েকটি ছবি দিয়ে তিনি এ মন্তব্য করেন।

ছবিতে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা মোস্তফা সরয়ার ফারুকীর ছবি শেয়ার করেন অলি আহমেদ।

1000261009(1)এলডিপি চেয়ারম্যান বলেন, মোস্তফা সরয়ার ফারুকী বিগত ফ্যাসিস্ট সরকারের সেবাদাস হিসেবে কাজ করেছেন। তাদের ঘনিষ্ঠতা অর্জন করেছেন। এখন তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে আছেন। তার উদ্দেশ্য রহস্যজনক।

1000261010(1)সকলকে মোস্তফা সরয়ার ফারুকীর ব্যাপারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানান এলডিপি চেয়ারম্যান।