প্রার্থী ও প্রতীক নিয়ে যা বললেন নুরুল হক

দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ’ শীর্ষক বাংলা ট্রিবিউনে প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির সভাপতি নুরুল হক নুর। 

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে বাংলা ট্রিবিউনে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘৫ আগস্ট শুধু হাসিনা বা ফ্যাসিবাদের পতন হয়নি। পুরানো রাজনৈতিক ব্যবস্থারও পতন হয়েছে। বাংলাদেশের মানুষ দীর্ঘদিন থেকেই একটা নতুন রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রত্যাশা করে আসছিল। জনগণের সেই আকাঙ্ক্ষা থেকেই গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠা।’

ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর আরও বলেন, ‘দু-তিন আসনে গণঅধিকার পরিষদ কোনও নির্বাচনী জোটে যাবে না। বিকল্প রাজনীতি ও নতুন নেতৃত্ব প্রতিষ্ঠায় ৩০০ আসনেই গণঅধিকার পরিষদ আগামী নির্বাচনে প্রার্থী দেবে।’

‘তারই অংশ হিসেবে এ মাসের শেষের দিকে ১০০ আসনে প্রার্থী ঘোষণা করা হবে। পর্যায়ক্রমে ৩০০ আসনেই একক প্রার্থী ঘোষণা করা হবে।’

প্রতিক্রিয়ায় ‘১০ আসনে প্রার্থী ঘোষণা বা বিএনপির সঙ্গে ২ সিটের আসন সমঝোতার বিষয়টি সঠিক নয়’ বলে মন্তব্য করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

আরও পড়ুন: দলীয় প্রতীকে নির্বাচন করবে গণঅধিকার পরিষদ