‘ছোট ছোট বাচ্চারা না থাকলে জুলাই গণঅভ্যুত্থান সফল হতো না’

ভয়েস ফর রিফর্মের উদ্যেক্তা ও সংগঠক ফাহিম মাসরুর বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে ছোট ছোট বাচ্চারা এবং এই দিনমজুর ভাইয়েরা না থাকলে গণঅভ্যুত্থান সফল হতো না। তিনি বলেন, ‘যেসব প্রতিনিধি আমাদের সচ্ছলতা ফিরিয়ে নিয়ে আসতে পারবে, তাদেরকেই আপনারা ভোট দেবেন। এবার দায়িত্ব জনগণের। আপনারা যদি মন থেকে চান— তাহলে চাঁদাবাজির রাজনীতি আর থাকবে না।’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আয়োজিত চলমান গণইফতারের ২৬তম দিনে বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা ঠিক না হলে রাষ্ট্র কখনও ঠিক হবে না, রাষ্ট্র আপনা আপনি পরিবর্তন হয় না। রাষ্ট্রকে সঠিক পথে পরিচালিত করার পূর্বে নিজেকে পরিবর্তন করতে হবে। গত ৫৩ বছর ধরে আমরা শুধু ঠকেই যাচ্ছি। জুলাই বিপ্লব আমাদেরকে যে সুযোগ দিয়েছে— সেটি আর আমাদের হাতছাড়া করা উচিত হবে না। আগামী নির্বাচনে সঠিক জায়গায় ভোট দিয়ে সুযোগের সঠিক ব্যবহার করতে হবে।’

এবি পার্টির ভাইস চেয়ারম্যান বিএম নাজমুল হকের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত গণইফতার কার্যক্রমে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, ভয়েস  ফর রিফর্মের সংগঠক সাইয়্যেদ কবির ও জুলাই আন্দোলনের অন্যতম নেতা লাবিব মহান্নাত।