আ.লীগ নিয়ে নির্বাচন করতে চাইলে রক্তের বন্যা বয়ে যাবে: ওসমান হাদী

আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন করতে চাইলে বাংলাদেশে রক্তের বন্যা বয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী। তিনি বলেন, দুই হাজারের বেশি শহীদ এবং হাজার হাজার আহতের রক্তের শপথ, আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকতে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে দিবো না। আওয়ামী লীগ মানেই খুনি।

শুক্রবার (২১ মার্চ) জুম্মার নামাজের পর পরই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চ। মিছিলটি রাজু ভাস্কর্যে শেষ হলে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি একথা বলেন।

হাদী বলেন, ইজরায়েল এবং এশিয়ার ইজরায়েল ভারতের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে ভারতের সাহায্যে ষড়যন্ত্র করে আওয়ামী লীগ ক্ষমতা নিয়ে নেবে। তারপর দেশে আবার নারকীয় তাণ্ডব চালাবে।

উল্লেখ্য, আওয়ামী লীগ নিষিদ্ধে অন্তর্বর্তী সরকারের কোনও পরিকল্পনা নেই- প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের এমন বক্তব্য প্রত্যাহারের দাবিতে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ। 

ইনকিলাব মঞ্চের মিছিলটি কেন্দ্রীয় মসজিদ থেকে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিন, শ্যাডো, সূর্য সেন হল, ভিসি চত্বর হয়ে রাজু ভাস্কর্য আসে। এসময় মিছিলে 'খুনি লীগের পুনর্বাসন, রুখে দাও জনগণ'; 'জুলাইয়ের বাংলায়, গণহত্যাকারীদের ঠাঁই নাই' ইত্যাদি লেখা সম্বলিত প্লেকার্ডও আন্দোলনকারীদের হাতে দেখা যায়। 

ইনকিলাব মঞ্চের সঙ্গে একাত্মতা ঘোষণা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। এসময় তারা 'আওয়ামী লীগের বিচার চাই', 'আওয়ামী লীগের গদিতে, আগুন জ্বালো একসাথে', 'একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর' 'ইউনূস সাহেবের বক্তব্য প্রত্যাহার করতে হবে', 'গণহত্যার বিচার চাই', 'অবিলম্বে আওয়ামি লীগকে, নিষিদ্ধ করতে হবে'; 'আওয়ামী লীগের বিষদাঁত, ভেঙে দাও গুড়িয়ে দাও' 'শহীদের দিচ্ছে ডাক, আওয়ামী লীগ নিপাত যাক' ইত্যাদি স্লোগান দেন।