গাজায় গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান মুক্তি কাউন্সিলের

গাজায় বর্ণবাদী সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল বিমান হামলা করে ৪৮ ঘণ্টায় শিশুসহ ৯৭০ জন ফিলিস্তিনিকে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় মুক্তি কাউন্সিলের সম্পাদক ফয়জুল হাকিম বলেছেন, গাজা গণহত্যার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম প্রশাসনের মদদপুষ্ট সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলকে বিশ্ববাসী যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করবে। 

বৃহস্পতিবার (২০ মার্চ) গগণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, ইসরায়েল বিমান হামলা চালিয়ে ৪৮ ঘণ্টায় ৯৭০ জন ফিলিস্তিনি, যার ভিতরে ১৮৩ জন শিশুকে হত্যা করেছে। এছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯ হাজার ৫৪৭ জনে। 

বিবৃতিতে সন্ত্রাসী রাষ্ট্র ইসরাইলের এই গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।