আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সহযোগী সংগঠন জাতীয় নারী জোট বলেছে, নারী নিপীড়নের ঘটনায় সরকার ও প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া হচ্ছে।
শনিবার (৮ মার্চ) দুপুর ২টায় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে শহীদ কর্নেল তাহের মিলনায়তনে জাতীয় নারী জোটের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা বলেন, এ বছর যখন নারী দিবস পালিত হচ্ছে, তখন বাংলাদেশে নারীর প্রতি বিদ্বেষ, হিংসা, সহিংসতা, নির্যাতন, ধর্ষণ স্মরণকালের রেকর্ড ভঙ্গ করেছে। নারী স্বাধীনভাবে চলাচল ও পছন্দের পোশাক পরার জন্য রাস্তাঘাটে নিগৃহীত হচ্ছে। সবচেয়ে ভয়ংকর ব্যাপার হলো বিদ্বেষ, হিংসা, সহিংসতা, নির্যাতন, ধর্ষণের ঘটনার জন্য ভুক্তভোগী নারীকেই দোষারোপ করছে ধর্মান্ধ রাজনৈতিক গোষ্ঠী।
নারী বিদ্বেষী ধর্মান্ধ রাজনৈতিক শক্তিকে মোকাবিলা করা এবং জনগণের ভোটে নির্বাচিত জবাবদিহিমূলক সাংবিধানিক সরকার প্রতিষ্ঠা হলে দেশে নারী নিপীড়ন কমবে বলে মনে করেন তারা।
সভায় আরও বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহম্মদ মোহসীন, জাতীয় শ্রমিক জোট বাংলাদেশের সভাপতি বীরমুক্তিযোদ্ধা সাইফুজ্জামান বাদশা, জাতীয় যুব জোটের সভাপতি শরিফুল কবির স্বপন, জাতীয় আইনজীবী পরিষদের নেত্রী অ্যাডভোকেট শ্রাবনী গুহ জয়া প্রমুখ।