নারী নেতৃত্ব তৈরিতে সংরক্ষিত আসন কোনও ভূমিকা রাখবে না: সামান্তা শারমিন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, বাংলাদেশে নারী নেতৃত্ব তৈরিতে জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন এখন আর কোনও ভূমিকা রাখবে না। যোগ্যতার ভিত্তিতে নারীরা নির্বাচিত হবে।

শনিবার (৮ মার্চ) নারীর নিরাপত্তা ও সাইবার সুরক্ষার দাবিতে জাতীয় জাদুঘরের সামনে জাতীয় নাগরিক পার্টির বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

সামান্তা শারমিন বলেন, ‘নারীর নিরাপত্তার সঙ্গে নাগরিক নিরাপত্তা জড়িত। গত ৫৩ বছরে নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কোনও কাজ করা হয়নি। একটি আধুনিক রাষ্ট্রে নাগরিকের যে মর্যাদা নিশ্চিত করার কথা তা কখনও হয়নি। অভ্যুত্থানের ফ্যাসিবাদী কাঠামো বিলোপ হয়নি।’

তিনি বলেন, ‘আমাদের অসংযত হতে বাধ্য করবেন না। আইনের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হোক। কোনও ধরনের প্রশ্নবিদ্ধ আইন দিয়ে এটি করা যাবে না। অভ্যুত্থানে নারীদের ভূমিকা অস্বীকারের চেষ্টা করা হচ্ছে।’

সমাবেশ এনসিপির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম বলেন, ‘আমরা কখনও নারী দিবস ভালো মনে পালন করতে পারি না। দেশে ধর্ষণ দৈনন্দিন ঘটনায় রূপ নিয়েছে। ধর্ষণ যেন রাস্তাঘাটে শিশুদের মারামারি। এনসিপি নারীর সব নাগরিক ও মানবিক মর্যাদা শিকার করে। পাশাপাশি সমান অধিকার নিশ্চিতে কাজ করবে। সামনের দিনেও এনসিপি গুরুত্বের সঙ্গে এ বিষয়ে কাজ করে যাবে। যারা সহিংসতার শিকার হয়েছে এনসিপি তাদের বিচার দাবি করবে।’

তিনি বলেন, ‘অন্তর্বতী সরকারের উচিত, ধর্ষকদের প্রকাশ্যে বিচার নিশ্চিত করা। আগামীর বাংলাদেশে নারী নিরাপত্তা নিশ্চিত হবে আমাদের অন্যতম লক্ষ্য।’