ছয় সংস্কার কমিশনের সুপারিশে মতামত দিতে আরও সময় চায় ১২ দলীয় জোট

অন্তবর্তী সরকার গঠিত ছয় সংস্কার কমিশনের সুপারিশে মতামত দিতে নির্ধারিত সময়ের চেয়ে আরও বেশি সময় চায় ১২ দলীয় জোট।

শুক্রবার (৭ মার্চ) ১২ দলীয় জোট প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে জোটের অস্থায়ী কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জুলাই গণঅভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে দেশের সংবিধান, নির্বাচন, পুলিশ, জনপ্রশাসন, বিচার ও দুর্নীতির বিষয়ে সংস্কারের লক্ষ্যে গঠিত সংস্কার কমিটি থেকে পাঠানো সুপারিশ নিয়ে প্রাথমিক আলাপ-আলোচনা হয়েছে।

সভায় অংশ নেওয়া সৈয়দ এহসানুল হুদা জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়, জাতীয় ঐকমত্য কমিশন থেকে পাঠানো সুপারিশগুলো আরও পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করে তা পাঠানো হবে।

তিনি বলেন, ‘বৈঠকে আরও সিদ্ধান্ত হয়েছে, এ বিষয়ে জোটের পূর্ণাঙ্গ বৈঠকে বিশদভাবে আলোচনা করা হবে। তবে ঐকমত্য কমিশন নির্ধারিত সময়ে এসব সুপারিশ পর্যালোচনা করে প্রতিবেদন পাঠানো সম্ভব নাও হতে পারে। প্রাথমিকভাবে ঐক্যমত্য কমিশনের কাছে এক সপ্তাহ সময় বৃদ্ধির অনুরোধ জানানো হবে।’

সভায় আরও ছিলেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।