বিকল্প ধারার নেতৃত্বে বদল আসছে, কাল সংবাদ সম্মেলন

সাবেক রাষ্ট্রপতি মরহুম অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর বাসভবন মায়া-বিতে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন ডেকেছে বিকল্প ধারা। এতে রাজনীতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং দলের সাংগঠনিক সংস্কার বিষয়ে বক্তব্য দেবেন দলের মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী।

দলের প্রেস সচিব জাহাঙ্গীর আলম জানান, বারিধারা কূটনৈতিক এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে বিকল্পধারার সদস্য ও দলীয় মুখপাত্র মাহী বদরুদ্দোজা চৌধুরী বক্তব্য দেবেন।

দলীয় একাধিক সূত্রের ধারণা, দলের সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরীর মৃত্যুর মধ্য দিয়ে বিকল্প ধারার নেতৃত্বে পরিবর্তন আসছে। এই পরিবর্তনে মাহী বি চৌধুরীকে নতুন গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে।