আগরতলায় বাংলাদেশ মিশনে হামলা ‘ভিয়েনা কনভেনশনের’ লঙ্ঘন: বাংলাদেশ ন্যাপ

‘আগরতলায় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়া বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য চ্যালেঞ্জ ও ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১-র সুস্পষ্ট লঙ্ঘন’ বলে মন্তব্য করেছে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুঁইয়া এ মন্তব্য করেন।

তারা ভারতের ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ জানিয়ে এবং গভীর উদ্বেগ-উৎকণ্ঠা ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, ‘বাংলাদেশের একটি কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মান একটি ছকে পরিণত হয়েছে, গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের হিংসাত্মক বিক্ষোভ হয়েছিল। আগরতলায় কূটনৈতিক মিশনের ওপর এমন হামলা ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোমেটিক রিলেশন, ১৯৬১-র সুস্পষ্ট লঙ্ঘন।’

তারা বলেন, ‘ভারত-বাংলাদেশের বন্ধুত্ব হতে হবে অবশ্যই পারস্পরিক বোঝাপড়া ও সমমর্যাদার ভিত্তিতে। সেখানে বড় ভাই সুলভ আচরণ কখনও কাম্য হতে পারে না। দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক আদান-প্রদানই মূল কথা। ভারতকে বুঝতে হবে এই বাংলাদেশ স্বাধীন, সার্বভৌম ও আত্মমর্যাদাশীল। প্রতিবেশী হিসাবে ভারতকে মনে রাখতে হবে বাংলাদেশ সমমর্যাদা আর সমানাধিকার ভিত্তিক বন্ধুত্বে বিশ্বাসী।’