‘আ.লীগকে নিষিদ্ধের বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করতে হবে’

আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিএনপিকে তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা।

রবিবার (৩ নভেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতার ব্যানারে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

বিন ইয়ামিন মোল্লা বলেন, ‘আমরা ফ্যাসিবাদবিরোধী ছাত্র-শ্রমিক-জনতা একত্রিত হয়েছি, ফ্যাসিবাদের সহযোগী জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবিতে। সেই দাবির আলোকে উদ্ভুত পরিস্থিতিতে বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব বলেছেন, তিনি কোনও রাজনৈতিক দল নিষিদ্ধ চান না। এটিকে ষড়যন্ত্র এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার প্রয়াশ বলেও তিনি মন্তব্য করেছেন। আমরা বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, তাদের কাছে হয়তো সঠিক তথ্য নেই বা সত্যিটা জানেন না। নাকি এটা তাদের সাংগঠনিক অবস্থান তা আমাদের জানা নেই। তাদের বক্তব্যকে সুস্পষ্ট করার আহ্বান জানাচ্ছি।’

বিন ইয়ামিন আরও বলেন, ‘বিএনপি নির্বাচনে জেতার জন্যই আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে বিরোধী দল বানাতে চায়। কিন্তু জনগণ এটি হতে দেবে না।’ এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনাও করেন তিনি।

ছাত্র অধিকার পরিষদের এই কেন্দ্রীয় নেতা বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসন করতে জাতীয় পার্টি কাজ করছে। ফ্যাসিবাদের দোসরদের অচিরেই নিষিদ্ধ করতে হবে।’