আ.লীগ ও ছাত্রলীগ নিষিদ্ধে ২৪ ঘণ্টার আল্টিমেটাম ছাত্র অধিকার পরিষদের

আওয়ামী লীগ ও ছাত্রলীগকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা। বুধবার (২৩ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানিয়েছেন তিনি। ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে না পারলে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের কথাও বলেছেন ইয়ামিন।

সংবাদ সম্মেলনে বিন ইয়ামিন মোল্লা বলেন, আপনারা জানেন আমরা সরকার পতনের পর থেকেই আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে আন্দোলন করে যাচ্ছি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের অঙ্গসংগঠন ছাত্রলীগ বেশ কয়েকবার আমাদের ওপর হামলা করেছে। নির্বাচনের আগে আমাদের হাজার হাজার নেতাকর্মীকে জেলে ভরে পাশবিক নির্যাতন করেছে।

রাষ্ট্রের রন্ধে রন্ধে এখনও আওয়ামী প্রোপাগান্ডা রয়ে গেছে উল্লেখ করে তিনি বলেন, আজ সকালে তারা মধুর ক্যান্টিনে জঙ্গি স্টাইলে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ ও ছাত্রলীগ বলে স্লোগান দিয়েছে। দেখা যাবে কয়েকদিন পর তারা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। যারা এই দুঃসাহস দেখিয়েছে দুই দিনের মধ্যে তাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। আমরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নিষিদ্ধ দেখতে চাই।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু দেশের মানুষের সঙ্গে তামাশা শুরু করছে। আমরা দুই দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগ দেখতে চাই।