সরকারকে ক্ষমতায় রেখে চলমান সংকটের সমাধান দেখছে না দেশের কয়েকটি বাম দল ও জোট। তারা পাঁচ দফা দাবি দিয়েছে। এগুলো হচ্ছে— শেখ হাসিনা সরকারের পদত্যাগ, কারফিউ প্রত্যাহার, গণগ্রেফতার বন্ধ ও মিথ্যা মামলা প্রত্যাহার, নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে গুলিবর্ষণকারীদের বিচার নিশ্চিত, নিহত আহতদের সঠিক তালিকা প্রণয়ন এবং উপযুক্ত ক্ষতিপূরণ ও সুচিকিৎসার ব্যবস্থা করা।
শনিবার (৩ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি করেন বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সিপিবির সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ।
বিবৃতিতে গণতান্ত্রিক বিপ্লবী পার্টি সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদ (মার্কসবাদী) সমন্বয়ক মাসুদ রানা, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী; ফ্যাসিবাদী বিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্ত্তী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মাহবুব) আহ্বায়ক সন্তোষ গুপ্ত, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের সভাপতি মাসুদ খানের নামও উল্লেখ করা হয়।