বাজেট ঋণনির্ভর ও গণবিরোধী: সমমনা ইসলামী দল

প্রস্তাবিত বাজেটকে ঋণনির্ভর, অবাস্তব ও গণবিরোধী উল্লেখ করে তা প্রত্যাখ্যান করেছে সমমনা ইসলামী দলগুলো। বৃহস্পতিবার (৬ জুন) পুরানা পল্টনে নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সমমনা ইসলামী দলগুলোর বৈঠকে এ প্রতিক্রিয়া জানানো হয়।

বৈঠকে নেতারা বলেন, বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী উত্থাপিত ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ২ লাখ ৫৬ হাজার কোটি টাকার বিশাল অঙ্কের ঘাটতি রয়েছে। এ ঘাটতি মেটাতে দেশ-বিদেশ থেকে চড়া সুদে ঋণ নিতে হবে সরকারকে।

তারা আরও বলেন, প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও বাস্তব সম্মত নয়। এ বাজেটে জাতীয় ঋণের বোঝা আরও বৃদ্ধি পাবে। বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেশে ঘুষ-দুর্নীতিকে উৎসাহিত করবে।

বৈঠকে ঘুষ-দুর্নীতি বন্ধ, বিদেশে পাচার করা অর্থ ফেরৎ আনা, মূল্যস্ফীতি রোধ ও প্রস্তাবিত বাজেটে আরোপিত মোবাইলে কথা বলার উপরসহ সব ধরণের বর্ধিত কর প্রত্যাহারের দাবি জানান নেতারা।

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা সারোয়ার কামাল আজিজীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা মুসা বিন ইজহারের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে আরও উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের, বাংলাদেশ খেলাফত মজলিসের সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদ, খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী প্রমুখ।