মাঠে এক দল খেললে তো খেলা হলো না: মেজর (অব.) মান্নান

বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নান বলেছেন, ‘আমরা চেয়েছি— যেন সব দলের অংশগ্রহণে নির্বাচন হয়। এখানে কোনও কোনও দলের অংশগ্রহণ যদি না হয়, তাহলে জনগণের প্রত্যাশা পূরণ হবে না। নির্বাচন কমিশনের দায়িত্ব সেখানে পরিবেশ সৃষ্টি করা। খেলার মাঠে এক দল খেললো, আরেক দল খেললো না; তাহলে খেলা তো হলো না।’

শনিবার (৪ নভেম্বর) সকাল ও বিকালে আগারগাঁও নির্বাচন ভবনে ২ দফায় নির্বাচন কমিশনের আমন্ত্রণে বৈঠকে অংশ নেয় ২৬টি রাজনৈতিক দল। বিএনপিসহ সরকার বিরোধী দলগুলো ইসির এই মতবিনিময় সভা বর্জন করেছে। এদিন বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনাররা উপস্থিত ছিলেন।

আব্দুল মান্নান বলেন, ‘এর আগে ১১টা নির্বাচন হয়েছে। সব নির্বাচনে ছোটখাটো ভুল ছিল। আমাদের প্রস্তাব ছিল, প্রথমত আগামী নির্বাচনে যেন কোনও ভুল-ত্রুটি না হয়। দ্বিতীয় সবাই যাতে অংশগ্রহণ করে। আইনের শাসন আমরা চাই। সবার যদি অংশগ্রহণ না হয়, সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠিত না হয়; তাহলে নির্বাচন সংসদ জনগণের বা দেশের কাজে আসবে না।’